টফি অ্যাপে আর্জেন্টিনা-সৌদির ম্যাচ দেখেছেন ১কোটির বেশি দর্শক
অনলাইন সময়
মঙ্গলবার (২২ নভেম্বর) টফি অ্যাপে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ দেখেছেন এক কোটির বেশি দর্শক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজিটাল বিনোদনের এ অ্যাপটি।
টফির পরিচালক আবদুল মুকিত আহমেদ জানিয়েছেন— ‘আমরা যে সাড়া পেয়েছি, তা সত্যিই অসাধারণ। পুরো বিশ্বকাপেই উন্নত মানের স্ট্রিমিং সেবা পাওয়া যাবে টফিতে।’
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২২–এর ম্যাচগুলো স্মার্টফোনে সরাসরি দেখাচ্ছে টফি। গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে টফি অ্যাপ নামিয়ে স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখা যায়। অ্যাপের পাশাপাশি https://toffeelive.com/ ঠিকানার ওয়েবসাইটেও খেলা দেখা যাবে।