মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার রাত আড়াইটায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল তেলিয়াপাড়া চা বাগানের উড়িষ্যা লাইনে অভিযান চালিয়ে লিটন মিয়া (২৮) নামে এক যুবককে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
লিটন মিয়া মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান— ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।