কাতার বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায় : মরক্কো ও ক্রোয়েশিয়া দ্বিতীয় পর্বে
স্পোর্টস ডেস্ক
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ খেলায় ক্যানাডাকে ২-১ গোলে হারিয়ে ৩৬ বছর পর নক আউট পর্বে জায়গা করে নিয়েছে মরক্কো। অন্যদিকে গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া বেলজিয়ামের সাথে ড্র করে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় মরক্কো। চার মিনিটে আফ্রিকার দেশটিকে এগিয়ে নেন হাকিম জিয়াক। ২৩ মিনিটে ইউসেফ নেসিরি গোল করলে গ্রুপ দ্বিতীয় পর্ব খেলা প্রায় নিশ্চিত হয়ে যায় মরক্কোর।
তবে ৪০ মিনিটে কানাডা গোল করে ব্যবধান কমায়। এই হারের ফলে শূন্য হাতে এবারের বিশ্বকাপের আসর শেষ করলো কানাডা।
ক্রোয়েশিয়া ও বেলজিয়াম অনেক আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয়। ফলে প্রথম পর্ব থেকেই বিদায় নিল গতআসরের তৃতীয় স্থান অধিকারী বেলজিয়াম।