মহাকাশে চীনের আরেক সাফল্য
আন্তর্জাতিক ডেস্ক :
লালগ্রহ মঙ্গলে সফলভাবে অবতরণ করেছে চীনের মানুষবিহীন মহাকাশযান জুরং। গ্রহটির উত্তর গোলার্ধ্বের বিশাল ভূখণ্ড ইউটোপিয়া প্লানিশিয়ার উদ্দেশ্যে ছয় চাকাবিশিষ্ট রোবট জুরংকে পাঠানো হয়। মঙ্গলে অবতরণের জন্য চীনের এই যানটিতে একটি সুরক্ষিত ক্যাপসুল, একটি প্যারাসুট এবং একটি রকেট সমন্বিতভাবে ব্যবহার করা হয়।
এটাকে মহাকাশে চীনের আরেকটি সাফল্য হিসেবে দেখা হচ্ছে। শনিবার (১৫ মে) দেশটির গণমাধ্যমেও এমনটা ঘোষণা করেছে চীন।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়- বৈরী প্রকৃতিকে কাজে পরিণত করার মাধ্যমে চীনের এই সফল অবতরণটি একটি অসাধারণ কৃতিত্ব হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন পর্যন্ত কেবল আমেরিকানরাই মঙ্গল মিশনে সফল হয়েছে। অন্য দেশগুলো সেখানে পৌঁছানোর চেষ্টা করলেও হয় তাদের যানটি ধ্বংস হয়ে গেছে নয়তো মঙ্গলের বুকে পা রাখার সঙ্গে সঙ্গে সেটি সংযোগবিচ্ছিন্ন হয়ে গেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি বিশেষ বার্তায় অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন।
চীনের গণমাধ্যমের দেয়া তথ্যানুযায়ী- রোবটটি বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১১টা ১৮ মিনিটে মঙ্গলে অবতরণ করে। সৌর প্যানেলগুলি উন্মুক্ত করতে এবং পৃথিবীতে সংকেত পাঠাতে এটি মাত্র ১৭ মিনিট সময় নিয়েছিল।