দানবীর সেলিম জে আহমেদ’র ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন
সময় সিলেট ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন’সহ দেশ-বিদেশে অবস্তানরত সকলকে ইংরেজী নববর্ষ ২০২২ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসএমএস মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান, যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠিতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- পুরাতন বছরের সকল গ্লানি, অপ্রাপ্তি, ঝঞ্ঝা দূর হয়ে নতুন বছর বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি। তিনি প্রিয় দেশবাসীকে ইংরেজী নববর্ষের অসংখ্য অগনিত প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন- মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যাম, নির্মল আনন্দ, সুস্বাস্হ্য ও সমৃদ্ধিতে ভরপুর করে দেন।
সেলিম জে আহমেদ আরও বলেন- পুরনো বছরের ভুলগুলি শোধরে ইতিহাস থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ এবং অতীতের সফলতা ব্যর্থতাকে পিছনে ফেলে পূনর্মূল্যায়নের মাধ্যমে সুখি সুন্দর ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যে আমাদের সামনের দিকে দীপ্ত প্রদক্ষেপে এগিয়ে যেতে হবে। শুভেচ্ছা বার্তায় তিনি দেশ-বিদেশে অবস্তানরত সকলের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।