যুক্তরাজ্যে আফনান সায়মন আহমেদ জয়’র জন্মদিন পালিত
সময় সিলেট ডেস্ক
এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের সিনিয়র সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সেলিম জে আহমেদ এবং সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মোছা. কলসুমা আহমেদ দম্পতির চতুর্থ সন্তান আফনান সায়মন আহমেদ জয়’র তৃতীয় জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আফনান সায়মন আহমেদ জয়’র দুই বছর পূর্ণ হল। তার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে যুক্তরাজ্যের ডরসেটের পারিবারিক বাসভবনে ঘরোয়া পরিবেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিকটাত্মীয় ও পরিচিতজনেরা অংশগ্রহণ করেন। কেক কাটার মধ্য দিয়ে আফনানের জন্ম দিন অনুষ্ঠান পালন শেষে উপস্থিত সবাইকে নিয়ে এক উৎসব মুখর পরিবেশে ভোজের আনুষ্ঠানিকতা সমাপন করা হয়েছে।
তাছাড়া, আফনান সায়মন আহমেদ জয়’র উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সকলের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে দোয়া প্রত্যাশা করেছেন তার পিতা দানবীর সেলিম জে আহমেদ ও মাতা মোছা. কলসুমা আহমেদ।
এদিকে, আফনান সায়মন আহমেদ জয়’র তৃতীয় জন্মদিন উপলক্ষে ‘দৈনিক সময় সিলেট’ পরিবারের পক্ষ থেকে হার্দিক শুভেন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি তার দীর্ঘায়িত জীবন ও একজন পরোপকারী, সৎ, নির্ভীক মানুষ হিসেবে এই পৃথিবীতে বেড়ে উঠুক—দরবারে এলাহীতে এমনটাই প্রত্যাশা করা হয়েছে।